হোম > সারা দেশ > ভোলা

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষোভ

ভোলা প্রতিনিধি

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বাংলাবাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালন করেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ভোলা-চরফ্যাশন সড়কে প্রায় দুই ঘণ্টা যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, গত শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ কলেজছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চালককে। এ ঘটনায় বাসের চালক ও বাসের দুই সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজকের কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও হালিমা খাতুন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ওই ঘটনার দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এতে সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা