হোম > সারা দেশ > বরিশাল

মনঃক্ষুণ্ন হওয়ার কারণ নাই, রাজনীতি এক দিনের না: সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ‘মনঃক্ষুণ্ন হওয়ার কারণ নাই, রাজনীতি এক দিনের না। মনোনয়ন পেয়েছেন আমার চাচা, আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান। এখানে কাউকে সুযোগ দেওয়া যাবে না। বরিশালকে শান্ত রাখতে হবে।’ 

আজ মঙ্গলবার শহরের কালীবাড়ি রোডে মেয়রের বাসভবনে নগর আওয়ামী লীগের সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সভায় নগরীর ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

মাত্র ৬ মিনিট ৭ সেকেন্ডের বক্তৃতায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমার বাবা মাথা পেতে মেনে নিয়েছেন; আমিও মেনে নিয়েছি। আজকে আপনাদের সবার সঙ্গে কথা বললাম এ কারণে যে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।’ 

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকবেন। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো সন্দেহ আছে কারও? এ সময় নেতা-কর্মীরা সমস্বরে বলেন “না”।’ 

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন আমার চাচাকে। এমন কোনো কাজ করব না যাতে অন্য লোকজন এর ফায়দা নেয়। যারা লাফালাফি করছে তারা সুবিধা নিতে করবে এটাই স্বাভাবিক।’ 

বিসিসি মেয়র আরও বলেন, ‘বর্ধিত সভায় একসঙ্গে বাবার সঙ্গে আসব।’ সামনে নির্বাচনে জয়লাভ করতে নেতা-কর্মীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

এ সময় সভায় উপস্থিত মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর মেয়রের উদ্দেশে বলেন, ‘মেয়রের বক্তব্য শুনে নেতা-কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তাঁরা ঐক্যবদ্ধ আছেন।’ 

শেষে নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ৩টায় ভার্চুয়াল সভা ছিল নগর আওয়ামী লীগের। মেয়র একাই অল্প সময় বক্তৃতা দিয়েছেন। 

তিনি আরও বলেন, সভায় তিনি মেসেজ দিয়েছেন যে নির্বাচনে মেয়র প্রার্থী চাচার পাশে থাকবেন। দলের পরবর্তী বর্ধিত সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে। এবার ঈদ রাজধানীতেই করবেন মেয়র।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ