হোম > সারা দেশ > ভোলা

ভোলায় গুলিবিদ্ধ হয়ে ছাতা মেরামতকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মো. জসিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ছাতা মেরামতকারী। আজ রোববার বেলা দেড়টার দিকে ভোলা পৌরসভা রোডের মুক্তিযোদ্ধা মার্কেটসংলগ্ন এলাকায় তাঁর দোকান বন্ধ করাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন। জসিমের ভাই সবুজ বলেন, জসিমের বাড়ি পৌর এলাকার কালীবাড়ি রোড আমতলার মোড়ে।

এর আগে বেলা সাড়ে ১১টায় কোটা আন্দোলনকারীরা নতুন বাজার চত্বরে জড়ো হন। একপর্যায়ে বাংলা স্কুল মোড় থেকে নতুন বাজার চত্বর তাঁরা দখল করে নেন। পরে গোটা শহরে ছড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে নতুন বাজার চত্বরে শত শত আন্দোলনকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষকালে ভোলা পৌরসভা, আওয়ামী লীগ কার্যালয়, শ্রমিক লীগ কার্যালয়, সেচ্ছাসেবক লীগ কার্যালয়, তাঁতী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা ভবন ভাঙচুর ও আগুন দেন বিক্ষুব্ধরা। 

এ সময় ডিসি অফিস চত্বর, পৌরসভা চত্বরের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন চত্বরে আগুন দিয়ে অন্তত ২৫ থেকে ৩০টি বাইক পুড়িয়ে দেওয়া হয়। 

ভোলা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত মৃত্যুর তথ্য তিনি নিশ্চিত করতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০