হোম > সারা দেশ > বরিশাল

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম ওরফে মহিদুলকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা ও জমি ব্যবসায়ী ভুক্তভোগী উজ্জ্বল কুমার রাহা বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আগৈলঝাড়া সদরে ওষুধ কিনতে আসি। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিদুল ইসলাম ফোন করে কালীখোলায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে যেতে বলেন। সেখানে গেলে মহিদুল লাঠি দিয়ে মারধর করলে আমি মাটিতে লুটিয়ে পরে যায়।’

তিনি বলেন, মহিদুলের সঙ্গে ছিলেন মিজান মোল্লা, শাহাদাত বিশ্বাসসহ ৮-১০ জনের একটি দল। এ সময় তারা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মহিদুলের ব্যক্তিগত কার্যালয়ে আটক রাখেন। হামলাকারীরা উজ্জ্বলের পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে ওইদিন (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উজ্জ্বল রাহা তাঁর স্ত্রী শিখা রানী সরকারকে ফোন করে ৫০ হাজার টাকা নিয়ে আগৈলঝাড়া বাজারের কালী খোলায় পুরোনো মুক্তিযোদ্ধা অফিসে আসতে বলেন। পরে স্ত্রী শিখা সরকার উপজেলা সদরের কালীখোলা তাদের কাছে এসে কান্নাকাটি করে নগদ ১০ হাজার টাকা দেয়। পরে ৪০ হাজার টাকা দেওয়ার শর্তে তাঁকে ছাড়িয়ে নেন। এ সময় তারা তাঁর ফোনের মেমোরি কার্ড খুলে রেখে দেন।

এ ঘটনা নিয়ে এলাকায় জানাজানির পরে তোলপাড় শুরু হয়। জানাজানির পরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুলকে দলের সাংগঠনিক পদ থেকে গতকাল মঙ্গলবার বহিষ্কার করা হয়।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুলকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক