হোম > সারা দেশ > ভোলা

লালমোহন হাসপাতালে রোগীদের মালামাল চুরির অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের টাকা ও মালামাল চুরির অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। সোমবার দিবাগত রাতে দুই রোগীর স্বজনদের নগদ টাকা, দুইটি স্মার্টফোন ও একটি ব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্য রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনেরা।

লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামের কুলসুম বেগম অভিযোগ করে বলেন, গতকাল সোমবার তার শ্বশুর মোশারফকে নিয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হন। রাতে বেডের পাশে থাকা ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে একটি ফোন, নগদ দেড় হাজার টাকা, ওষুধসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

আরেক রোগীর স্বজন ইয়ামিন বলেন, গতকাল রাতে তিনি তার ভাইকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। ওই রাতেই তাঁর স্মার্টফোনটি চুরি হয়ে যায়। 

হাসপাতালের দায়িত্বরত নার্স ইশরাত জাহান লিজা বলেন, ‘রোগীর স্বজনদের মালামাল চুরি বিষয়টি শুনেছি। তাদের হাসপাতালের কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে।’ 

লালমোহন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) বলেন, ‘রোগীর স্বজনেরা হাসপাতালে চুরির ঘটনাটি আমাদের জানিয়েছেন। তাদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’    

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা