হোম > সারা দেশ > ভোলা

লালমোহন হাসপাতালে রোগীদের মালামাল চুরির অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের টাকা ও মালামাল চুরির অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। সোমবার দিবাগত রাতে দুই রোগীর স্বজনদের নগদ টাকা, দুইটি স্মার্টফোন ও একটি ব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্য রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনেরা।

লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামের কুলসুম বেগম অভিযোগ করে বলেন, গতকাল সোমবার তার শ্বশুর মোশারফকে নিয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হন। রাতে বেডের পাশে থাকা ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে একটি ফোন, নগদ দেড় হাজার টাকা, ওষুধসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

আরেক রোগীর স্বজন ইয়ামিন বলেন, গতকাল রাতে তিনি তার ভাইকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। ওই রাতেই তাঁর স্মার্টফোনটি চুরি হয়ে যায়। 

হাসপাতালের দায়িত্বরত নার্স ইশরাত জাহান লিজা বলেন, ‘রোগীর স্বজনদের মালামাল চুরি বিষয়টি শুনেছি। তাদের হাসপাতালের কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে।’ 

লালমোহন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) বলেন, ‘রোগীর স্বজনেরা হাসপাতালে চুরির ঘটনাটি আমাদের জানিয়েছেন। তাদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’    

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা