হোম > সারা দেশ > ভোলা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলা সংবাদদাতা

ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তাঁরা সবাই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। এর মধ্যে আলাউদ্দিন দৌলতখান উপজেলার মদনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লোকমান একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলেও কোস্ট গার্ড জানিয়েছে।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা কোস্ট গার্ড বেইসের একটি দল দৌলতখানের মদনপুরের চর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের