হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে নৌকা ডুবে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে নৌকা ডুবে জুলমাত শেখ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা গ্রামের নতুন ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা সুজন শেখ (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত সুজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩ নম্বর গোটাপাড়া ইউনিয়নের ওয়াহাব উদ্দিন শেখ ছেলে। আর আহত সুজন একই গ্রামের আনোয়ার হোসেন শেখের ছেলে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাঁখারীকাঠী ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার সকালে আহত সুজনকে খুলনায় পাঠানো হয়েছে। গতকাল রোববার মধ্যরাতের দিকে স্থানীয় নদীতে ইট বোঝাই করে একটি নৌকা রাখা ছিলো। ওই নৌকার ভিতরে ইট ব্যবসায়ী ও তার সহযোগী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নৌকাটি ডুবে যাওয়ায় নৌকায় থাকা সুজন বের হতে পারলেও জুলমত বের হতে পারেননি। পরে ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’ 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা ডুবির খবর পেয়ে সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় নৌকার মাস্তুল ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ