হোম > সারা দেশ > পিরোজপুর

যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কর্মীকে মারধরের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মারধরে আহত যুবদল কর্মী মো. শিমুল গাজী। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মো. শিমুল গাজী (৩২) নামের এক যুবদলকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। নিজ সংগঠনের সাবেক এক নেতার চাঁদাবাজির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন। শিমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শিমুল গাজীর অভিযোগ, গতকাল শুক্রবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত দলের একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন তিনি। সমেদয়কাঠি ইউনিয়নের লক্ষণকাঠি কালীর মোড় এলাকায় জাকির খান তাঁকে মারধর করেন। তিনি জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এরই জের ধরে জাকির তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন।

অভিযুক্ত জাকির খান ঢাকার বাড্ডা থানা যুবদলের সাবেক সহসভাপতি বলে দাবি করেছেন।

জাকির খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিমুল গাজী আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছিলেন। আমি তাঁকে পেয়ে সে বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। তাঁকে কোনো মারধর করিনি।’

সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, ‘জাকির ও শিমুল দুজনেই বিএনপির সহযোগী সংগঠনের লোক। শুনেছি, জাকির নাকি শিমুলকে ধরে পিটিয়েছেন। এভাবে শিমুলকে মারা ঠিক হয়নি। শিমুল কোনো অপরাধ করে থাকলে তো দেশে আইন আছে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মারপিটের ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু