হোম > সারা দেশ > ভোলা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ৮ জেলে আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌপুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাকিমউদ্দিন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. নুরনবী (৪০), মো. জাহিদ (২২), মো. সিরাজ (২৪), মো. মাকসুদ (৩০), মো. জাকির (২২) ও মো. রুবেল (২৮)। এ ছাড়াও দুই কিশোরকে আটক করা হয়। এ সময় ১টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায়।  

মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। বাকি তিনজনের মধ্যে দুজন নাবালক ও একজন প্রতিবন্ধী থাকায় তাঁদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫