হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-৫: নৌকার নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। ৫৬ সদস্যের কমিটিতে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। 

কমিটির জ্যেষ্ঠ সদস্য নগর আওয়ামী লীগের সহ সভাপতি কে বি এস আহমদ কবির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কমিটির সদস্যরা হলেন–আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমদ কবির, আফজালুল করিম, আনিচ উদ্দিন শহীদ, রেজাউল হক হারুন, মীর আমিন উদ্দিন মোহন, লস্কর নুরুল হক, মাহমুদুল হক খান মামুন, অধ্যক্ষ ননী গোপাল দাস, শাজাহান হাওলাদার, নিজামুল ইসলাম নিজাম, ছাত্রনেতা অসীম দেওয়ান, জসিম উদ্দিন, মঈন তুষারসহ সিটি করপোরেশনের কাউন্সিলরেরা। 

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গত রাতে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে কমিটির প্রধান উপদেষ্টা মেয়র খোকন। ৫৬ সদস্যের সবাইই এই কমিটির জ্যেষ্ঠতা অনুযায়ী সদস্য হবেন।’ 

শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল হক হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় সবাইকে দায়িত্বশীলভাবে ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা পৌঁছানো এবং নৌকার পক্ষে ভোট চাইতে তাগিদ দেওয়া হয়েছে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫