হোম > সারা দেশ > পটুয়াখালী

দুমকিতে গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত, মাথা গোঁজার ঠাঁই নেই বৃদ্ধার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে গভীর রাতে ঘরের ওপর বড় রেইনট্রি গাছ পড়ে এক বিধবা বৃদ্ধার বসত ঘর বিধ্বস্ত হয়ে গেছে। ছেলে মেয়ে কেউ খোঁজ খবর না নেওয়ায় এখন মাথা গোঁজার ঠাঁই নেই তাঁর। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, অসহায় বিধবা বৃদ্ধা লুৎফা বেগম (৭০) উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলিশা গ্রামের মৃত সৈয়দ নুরুজ্জামানের স্ত্রী। তাঁর এক ছেলে ঢাকায় দিনমজুরের কাজ করেন। আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধা একাই স্বামীর ভিটাতে একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। 

অসহায় বৃদ্ধা লুৎফা বেগম জানান,  আপাতত এক প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। এখন এই বৃষ্টি বাদলের দিনে থাকার কোনো জায়গা নেই তাঁর। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি ও বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি। আশা করি একটা ব্যবস্থা হবে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘আমি উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে বিধবা অতিবৃদ্ধ অসহায় মহিলাকে তাঁর ঘরটি মেরামতের জন্য নগদ  ১০ হাজার টাকা দিয়ে দিচ্ছি।’

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ