হোম > সারা দেশ > ভোলা

দৌলতখানে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ৪০ জেলে উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভোলার দৌলতখানের উত্তাল মেঘনা নদীতে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৪০ জেলে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ডুবে যাওয়া ৫টি ট্রলারও উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এখন পর্যন্ত ১টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারের মাঝিরা হলেন জাহের মাঝি, ইসমাইল মাঝি, ছাদেক মাঝি, আব্দুল কাদের, ছালাউদ্দিন মাঝি ও নীরব মাঝি।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল সকালে ঘাট থেকে ট্রলারগুলো মাছ শিকার করতে মেঘনা নদীতে যায়। মাছ শিকার শেষে তীরে আসার পথে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকেরা দাবি করেন, তাঁদের ২০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ৬টি মাছ ধরার ট্রলার ডোবার ঘটনায় ৫টি ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয়েছে। আরেকটি ট্রলার উদ্ধারকাজ চলছে। ট্রলারের জাল ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভাব্য হয়নি। ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা করা হবে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ