হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে মন্দিরে কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা বাজারের সদর মডেল কেন্দ্রীয় হরিসভা সর্বজনীন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানি উপজেলার এ মন্দিরটিতে কালী প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া যায় বলে জানান ইন্দুরকানি সদর মডেল কেন্দ্রীয় হরিসভা সর্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল। তবে মন্দিরের প্রতিমাটি পুরোনো হয়ে যাওয়ায় সেটি বাতাসে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইন্দুরকানি থানার ওসি এনামুল হক। 

ইন্দুরকানি থানার ওসি এনামুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে মন্দির ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। প্রতিমাটি গত বছরের তৈরি ও পুরোনো হয়ে গেছে। নিচে ইট দেওয়া ছিল তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি বাতাসে পড়ে গেছে। স্থানীয়রা নতুনভাবে আবারও প্রতিমা নির্মাণ করছেন। এই প্রতিমাটি সবার উপস্থিতিতে বিসর্জন দেওয়া হয়েছে।’ 

তবে মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল জানান, ইন্দুরকানি উপজেলার বাজারে অবস্থিত এ মন্দিরটিতে দুর্গা, কৃষ্ণ, জগধার্থী ও কালীপূজাসহ নানা ধরনের পূজা অর্চনা হয়ে থাকে। সর্বশেষ বুধবার সন্ধ্যায় কালির প্রতিমাকে অর্চনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মন্দিরের দুর্গা প্রতিমা তৈরি করার জন্য কারিগররা মন্দিরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের কালি প্রতিমা উল্টে ফেলে রাখা হয়েছে এবং প্রতিমার হাত ভাঙচুর করা হয়েছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। 

‘প্রতিমা পড়ে গেছে’ প্রশাসনের এমন বক্তব্যের বিষয়ে মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল বলেন, ‘এই প্রতিমাটির ওজন প্রায় দুই মনের বেশি। এটি কখনোই বাতাসে উল্টে পরে যেতে পারে না। এটি একটি সাম্প্রদায়িক হামলা। অনেক দিন ধরে প্রতিমার পূজা অর্চনা হয় তাতে কিছুই হলো না। হঠাৎ করেই একটা হাত নাই আবার উপুড় হয়ে পড়ে আছে। না ভাঙলে এমনটা কীভাবে হয়?’ 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ