পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজে রসিদ ছাড়াই এইচএসসি শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ১২০০ করে টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় আজ রোববার সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছে, চলতি বছর উপজেলার সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ থেকে ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছে থেকে কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্রের জন্য রসিদ ছাড়াও ১২শ টাকা করে আদায় করছেন।
এ অভিযোগের বিষয়টি স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন সময় শিক্ষার্থীরা কলেজের বেতন দেয় না। তাই সেই টাকা প্রবেশপত্রের মাধ্যমে রাখা হয়।’