হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় সড়কে পিকআপ রেখে যাত্রীবাহী বাসে ডাকাতি

বেতাগী ও আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরগুনার বেতাগীতে সড়কে পিকআপ ভ্যান রেখে যাত্রীবাহী বাস আটকে ডাকাতি করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাসটির যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকাসহ অন্যান্য মালপত্র লুট করে নিয়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের গলাচিপা ও চান্দুখালী এলাকার মাঝামাঝি অংশে এই ডাকাতি হয়। একই সময়ে লাবিবা পরিবহনের একটি বাসে হামলা চালায় ডাকাতের দল। এতে চালক সামান্য আহত হন।

লাবিবা পরিবহনের স্টাফ মো. শামীম বলেন, ‘সড়কে তিনটি পিকআপ ভ্যান দাঁড়ানো দেখে আমরা গাড়ি থামাই। এ সময় হঠাৎ তিন-চারজন ডাকাত আমাদের গাড়িতে ডাকাতির চেষ্টা ও কয়েকটি গ্লাস ভাঙচুর করে। পরে গাড়ি পেছনের দিকে যাওয়া শুরু করলে আরও ১৩ থেকে ১৪ জন ডাকাত দেখতে পাই। একটু পরেই ইমরান পরিবহনের বাসটি এসে পৌঁছালে এতে হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে ডাকত সদস্যরা।’

ডাকাতির শিকার ইমরান পরিবহনের চালক মো. আয়নাল বলেন, ‘লাবিবা পরিবহনের একটি বাস সড়কে দাঁড়ানো দেখে এর পেছনে গাড়ি থামাই। এ সময় হঠাৎ একটি জানালার গ্লাস ভেঙে আমার গলায় অস্ত্র ধরে কয়েকজন ডাকাত। এ ছাড়া আমার চোখের ওপরে লাইট জ্বালিয়ে রাখে, যাতে সামনে কিছু না দেখতে পাই। পরে দলের অন্য সদস্যরা বাসের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।’

বাসের যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমাদের গাড়িটি রাত ২টার দিকে চান্দুখালী পার হয়ে গলাচিপার কাছাকাছি আসামাত্র ডাকাতদের কবলে পড়ে। ওই সড়কে আগে থেকেই বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছিল। আমাদের গাড়ির চালক কাছাকাছি গিয়ে বিষয়টি দেখতে মাথা বের করলে ডাকাত সদস্যরা তার গলায় অস্ত্র ঠেকিয়ে দেয়। বাধ্য হয়ে বাসের দরজা খুলে দেওয়া হয়। ডাকাতেরা বাসে প্রবেশ করে আমাদের টাকাপয়সা সবকিছু লুট করে নেয়।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়েই সড়কে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।’

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ