হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ২ মাদক কারবারির ১০ বছরের জেল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি : আজকের পত্রিকা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ২ মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় দেন। একই সঙ্গে আসামিদের আরও ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায় দেওয়ার সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা এলাকার ইকবাল মল্লিক (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রিজার্ভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের আটক করে। পরে ভান্ডারিয়া থানার এস আই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মাদক মামলা করেন। ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এস আই খন্দকার মো. কামরুল ইসলাম আদালতে ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক দুজনকে ১০ বছর করে সাজার আদেশ দেন এবং বাকি ৬ আসামিকে বেকুসর খালাস দেন।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫