হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়া চিরকুটসহ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার সাফিয়া বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে ভুল বানানের একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে প্রথম অংশে দুবার ছেলের নাম, পরে নিজের নামসহ লেখা রয়েছে, ‘দুলাল দুলালরে সাফিয়া আমার সামির ছেলের কোনো দোসে দাই না আমার ভুলের ছতোনায়ে মরলাম।’ 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ আওরাবুনিয়া (কুড়িরহাওলা) গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সাফিয়া বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ. জব্বার মাঝির প্রথম স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ঘরের দরজা খোলা থাকায় বাড়ির লোকজন তাঁকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে কয়েকজন নারী ঘরে প্রবেশ করেন। এ সময় পেছনের রুমের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা এইচ এম শাহিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা