হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল ২ সন্তানসহ মায়ের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে লেবুবাগানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। দুই সন্তান নিয়ে মা বাড়ির বাগানের গাছ থেকে লেবু আনতে গিয়েছিলেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ডালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম ও তাঁর মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে আগে থেকেই বাগানে পড়েছিল। সেটা জানত না রিয়াজ মোল্লার পরিবার। লেবু তুলতে গিয়ে প্রথমে তারে জড়িয়ে পড়ে ছেলে সালমান। তাকে উদ্ধার করতে গিয়ে মা সোনিয়াও বিদ্যুতায়িত হন। মা ও ভাইকে রক্ষা করতে গিয়ে মেয়ে রেজমিরও একই পরিণতি হয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান। 

ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানানোর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর পর হলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। 

পল্লী বিদ্যুতের বাকেরগঞ্জ জোনাল উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাস জানান, কত দিন ধরে তার ছিঁড়ে পড়েছে, সেটা তাঁরা জানতেন না। তিনি জানান, এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প