হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল ২ সন্তানসহ মায়ের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে লেবুবাগানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। দুই সন্তান নিয়ে মা বাড়ির বাগানের গাছ থেকে লেবু আনতে গিয়েছিলেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ডালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম ও তাঁর মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে আগে থেকেই বাগানে পড়েছিল। সেটা জানত না রিয়াজ মোল্লার পরিবার। লেবু তুলতে গিয়ে প্রথমে তারে জড়িয়ে পড়ে ছেলে সালমান। তাকে উদ্ধার করতে গিয়ে মা সোনিয়াও বিদ্যুতায়িত হন। মা ও ভাইকে রক্ষা করতে গিয়ে মেয়ে রেজমিরও একই পরিণতি হয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান। 

ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানানোর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর পর হলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। 

পল্লী বিদ্যুতের বাকেরগঞ্জ জোনাল উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাস জানান, কত দিন ধরে তার ছিঁড়ে পড়েছে, সেটা তাঁরা জানতেন না। তিনি জানান, এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ