হোম > সারা দেশ > পটুয়াখালী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় নিরাপত্তা জোরদার, হোটেলে বিশেষ ছাড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা জোরদারসহ তিন দিনব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এ ছাড়া কুয়াকাটার সব হোটেল-মোটেলে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল মালিক কর্তৃপক্ষ। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিনের ছুটিতে কুয়াকাটা পর্যটন ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন উৎসবের ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে মহিপুর থানা ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে।’ 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশ নেবেন। 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ।’ 

কুয়াকাটা পর্যটন পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন আছে।’ 

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পর্যটকদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। আসা করছি আমাদের এই উৎসবে অনেক পর্যটকের সমাগম হবে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা