আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা ফুটবল সমর্থকেরা এক আনন্দ শোভাযাত্রা বের করে। আনন্দ র্যালিতে পতাকা, ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোল বাজিয়ে প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির স্লোগানে মুখরিত করে তোলে দলটির সমর্থকেরা। উপজেলায় আর্জেন্টিনার সর্বস্তরের সমর্থকের ব্যানারে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয় বলে জানা গেছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়। সেখান থেকে লেবুখালী বাউফল মহাসড়ক হয়ে থানাব্রীজ, পিরতলা বাজার, পবিপ্রবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। এ আনন্দ র্যালিতে অংশ নেয় উপজেলার সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকেরা।
আর্জেন্টিনার সমর্থক রাজিবুল বলেন, ‘আসলে আমরা খুবই আনন্দ উপভোগ করছি। খেলা হচ্ছে একটি বিনোদন। আমরা ফুটবলকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি ও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে ভালোবাসি।