হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডে বর্তমান চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন। এতে ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার ২ নম্বর আসামি শংকর সরকারসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদার। তাঁরা কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

আজ সকালে নেছারাবাদ থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।’ 

মামলার এজাহার থেকে জানা গেছে, শেখর কুমার সিকদার ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে পূর্ববিরোধ চলছিল। এদিকে গতকাল মঙ্গলবার সকালে শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে কুড়িয়ানা বাজারে পৌঁছান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তাঁর লোকজন শেখরকে মারতে থাকেন। একপর্যায়ে তাঁকে লাথি-কিল-ঘুষি মেরে নিস্তেজ করে ফেলে চলে যান তাঁরা। শেখরকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুরের পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ক্রীড়ানুষ্ঠানে দাওয়াত কার্ডে নাম রাখা নিয়ে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের মধ্য কুড়িয়ানা বাজারে বসে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়েরই মধ্য হাতাহাতি শুরু হয়। অভিযোগে জানতে পেরেছি, এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমারের মাথার নিচের দিকে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে থাকা শংকর সরকার আঘাত করেন। এরপর পুনরায় শেখরকে কিল-ঘুষি মারেন। শেখরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই দিনই প্রাথমিক অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।’

আজ নিহতের স্ত্রী মালা রানী মণ্ডল বাদী হয়ে ১৫ জনের নামসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান পুলিশ সুপার।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম