বরিশালের বাকেরগঞ্জ সদরের থানা মসজিদের সামনে মিনিস্টার ও মাই ওয়ান টিভি ফ্রিজের শো-রুম থেকে গলায় গামছা প্যাঁচানো এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উদ্ধার হওয়া ওই যুবকের নাম কারিবুল আলম (২৬)। সে বরিশাল নগরীর ভাটিখানা এলাকার জানে আলমের ছেলে।
বাকেরগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, কারিবুল আলম ওই শো-রুমের কর্মচারী। মাঝে মাঝে সে এখানেই রাত্রিযাপন করত। ধারণা করা হচ্ছে গত রাতেও একইভাবে শো-রুমে প্রবেশ করে ভেতর থেকে সাটার বন্ধ করে দেয়। সকালে শো-রুম ইনচার্জ মোস্তফা এসে ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় সাটার কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে কারিবুল আলমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, যুবক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।