হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ দিনে বরিশালে ৭২৪ জেলের জেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশাল বিভাগে ৭২৪ জেলেকে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা শেষে আজ শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে আসে বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে। সকাল থেকে মোকামে আসে প্রচুর ইলিশ। 

ব্যবসায়ীদের তথ্য মতে, প্রথম দিনে প্রায় দেড় হাজার মণ ইলিশ আমদানি হয়েছে পোর্ট রোড মোকামে। তবে পাঙাশ আর পোমাও উঠেছে বেশ। 

সকালে পোর্ট রোড মোকামে গিয়ে দেখা গেছে, লোকে লোকারণ্য। নৌকা, ট্রলারে মাছ নিয়ে জেলে ভিড়ছে ঘাটে। 

মেসার্স লিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ইলিশ আশা শুরু করেছে। তবে কাঙ্ক্ষিত মাছ আসছে না। শ্রমিকেরা কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে। পাঙাশ আর পোমা বেশি এসেছে।’ 

পোর্ট রোডে ইলিশ কিনতে যাওয়া চাকরিজীবী মজিবর রহমান বলেন, ‘মাছের চেয়ে ক্রেতা বেশি।’ 

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, শুক্রবার প্রথম দিন প্রায় দেড় হাজার টন ইলিশ এসেছে। এলসি সাইজের ইলিশ ৪২ হাজার টাকা মণ এবং কেজি সাইজের ইলিশ ৪৮ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হয়েছে। 

মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে, বিভাগের ৬ জেলায় গত ২২ দিনে অভিযান করা হয়েছে ২ হাজার ৯৯৪টি। এ সময়ের মধ্যে ইলিশ জব্দ করা হয়েছে ৯ টন ও জাল জব্দ করা হয়েছে প্রায় ৫৮ লাখ মিটার। জেল দেওয়া হয়েছে ৭২৪ জেলেকে। এর মধ্যে বরিশাল জেলায় কারাদণ্ডের সংখ্যা ৫৪৫ জন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম