হোম > সারা দেশ > বরগুনা

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হাসপাতালে চিকিৎসাধীন রোগী। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন রোগী ভর্তি হয়েছে ১২৪ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অধিদপ্তরের সূত্রমতে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। তাঁরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের ইশরাত জাহান (২০), বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়ার চাঁন মিয়া (৭৫) ও বরগুনা সদরের থানাপাড়ার গোসাই দাস (৮৫)। তাঁদের মধ্যে ইশরাত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন বরগুনা সদর হাসপাতালে মারা যান।

এই নিয়ে বিভাগে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

এ ছাড়া বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। আগের দিন আক্রান্ত হন ৮৯ জন। অর্থাৎ দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি বরগুনায়। ২৪ ঘণ্টায় জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃঞ্চ মণ্ডল বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলমান রয়েছে। তবে হাসপাতালের ধারণক্ষমতার বিষয়ও রয়েছে। আমাদের পক্ষ থেকে ডেঙ্গু রোধে মশা নিয়ন্ত্রণেই বেশি জোর দেওয়া হচ্ছে। এ জন্য প্রত্যেকের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।’

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

পাথরঘাটায় বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে স্থানীয়রা