হোম > সারা দেশ > বরগুনা

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হাসপাতালে চিকিৎসাধীন রোগী। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন রোগী ভর্তি হয়েছে ১২৪ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অধিদপ্তরের সূত্রমতে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। তাঁরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের ইশরাত জাহান (২০), বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়ার চাঁন মিয়া (৭৫) ও বরগুনা সদরের থানাপাড়ার গোসাই দাস (৮৫)। তাঁদের মধ্যে ইশরাত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন বরগুনা সদর হাসপাতালে মারা যান।

এই নিয়ে বিভাগে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

এ ছাড়া বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। আগের দিন আক্রান্ত হন ৮৯ জন। অর্থাৎ দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি বরগুনায়। ২৪ ঘণ্টায় জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃঞ্চ মণ্ডল বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলমান রয়েছে। তবে হাসপাতালের ধারণক্ষমতার বিষয়ও রয়েছে। আমাদের পক্ষ থেকে ডেঙ্গু রোধে মশা নিয়ন্ত্রণেই বেশি জোর দেওয়া হচ্ছে। এ জন্য প্রত্যেকের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।’

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক