হোম > সারা দেশ > বরগুনা

ডেঙ্গু পরিস্থিতি: বরগুনায় আক্রান্ত ৩ হাজার ছাড়িয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে আরও বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জন।

জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৩ জন, বামনা উপজেলায় ১১ জন, তালতলীতে ছয়জন, পাথরঘাটায় দুজন ও বেতাগীতে একজন।

আগের দিন সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ দিন একজনের মৃত্যুও হয়েছে।

চলতি বছর জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতাল, বাসাবাড়িতে মোট ২৫ জন ডেঙ্গুতে মারা যান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সিভিল সার্জন দপ্তরের হিসাব অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন।

বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন, আমরা শুধু তাঁদের তথ্য রেখেছি।’

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২