হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে অপহরণের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ছৈয়দ নূর। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের চার দিন পর ছৈয়দ নূর নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রামের ঢলুবনিয়া পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

ছৈয়দ নূর কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়ার আলী আহমদের ছেলে। তাঁকে গত শুক্রবার সন্ধ্যায় অপহরণ করা হয়।

পুলিশের ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার ওছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৬) ও ফকিরপাড়ার অস্থায়ী বাসিন্দা অলী উল্লাহর ছেলে রহমত উল্লাহ। রহমত উল্লাহ কুতুপালং ক্যাম্প-১-এর একজন আশ্রিত রোহিঙ্গা।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ছৈয়দ নূরকে অপহরণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ছৈয়দ নূরের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছৈয়দ নূরকে আজুখাইয়ার গহিন পাহাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ছৈয়দ নূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ