হোম > আড্ডা

৫০০ বছরের প্রাচীন মন্দির

সম্পাদকীয়

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে অবস্থিত গোপীনাথপুর মন্দিরটি গোপীনাথ ঠাকুরের মন্দির নামেও পরিচিত। ৫০০ বছর প্রাচীন এই মন্দিরকে নিয়ে জনশ্রুতি রয়েছে। জানা যায়, ভারতের নদীয়ার শান্তিপুরের বাসিন্দা দুই ভাই সুদেব ও ভূদেব চক্রবর্তী দীক্ষা শেষ করলে তাঁদের গুরু বড় ভাই সুদেব চক্রবর্তীকে নন্দিনীপ্রিয়া নাম দেন এবং নারীর বেশে সাধনা চালিয়ে যেতে বলেন। তাঁকে পাঠানো হয় এই আক্কেলপুরে এবং ছোট ভাই ভূদেবকে জংগলীপ্রিয়া নাম দিয়ে পাঠানো হয় মালদহে। নন্দিনীপ্রিয়া আক্কেলপুরের গোপীনাথপুর গ্রামে গভীর জঙ্গলে এই মন্দিরটি স্থাপন করেন। ১৫ শতকে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নন্দিনীপ্রিয়ার পূজা-পার্বণ ও অতিথি সেবায় মুগ্ধ হয়ে তাম্রফলকে লিখে ৫ নল বা ১২৯ বিঘা জমি দেবোত্তর হিসেবে দান করেন। এরপর পাল যুগের নির্মাণকৌশল অবলম্বনে সেখানে পূর্ণাঙ্গ মন্দির স্থাপন করা হয়। ১৩০৪ বঙ্গাব্দে ভূমিকম্পে মন্দিরটি ভেঙে যায়। ১৯২৮-১৯৩৬ খ্রিষ্টাব্দের মধ্যে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। তবে মূল ভবনে পুরোনো কিছু নকশাও চোখে পড়ে। প্রতিবছর দোল পূর্ণিমার মেলা হয় এখানে, ৫০০ বছর ধরেই।

ইলিয়াসের সাক্ষাৎকার প্রসঙ্গে শাহাদুজ্জামান

শিয়ালবাড়ি বধ্যভূমি

কোচির ইহুদি পরিবারের ঐতিহ্য যেভাবে বাঁচিয়ে রাখছেন এক মুসলিম

গাবতলী সেতু বধ্যভূমি

সাহিত্যচর্চা এবং মানুষের প্রতি কমিটমেন্ট

রমনা কালীবাড়ি বধ্যভূমি

আমাদের অর্জন অনেক

এবার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’—এর অর্থ কী

রাষ্ট্রীয় সংস্কার করতে গিয়ে প্রাণ দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট

জল্লাদখানা বধ্যভূমি