বাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু। সম্ভবত ১৬৬০ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের সময় সেতুটি নির্মাণ করা হয়। ধারণা করা হয়, পাগলা নদীর ওপর সেতুটি দাঁড়িয়ে ছিল বলেই এর নাম পাগলা পুল বা পাগলা সেতু। একটি মন্দিরের ভৌগোলিক সীমানার মধ্যে সেতুটির ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেখানে দেবতা শিবের মূর্তি ছিল। প্রাচীন ধ্বংসাবশেষটি ছিল পাগল-নাথ মন্দিরের অংশ। মোগল আমলের দৃষ্টিনন্দন সেতুটি আসলে অনেক বছর আগেই ধ্বংসপ্রায় হয়েছে। তবে আবহাওয়া ও প্রাকৃতিক কারণে ধ্বংসপ্রাপ্ত সেতুর মিনারসদৃশ কয়েকটি পিলারের ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ে।
ছবি: সংগৃহীত, ১৮৭০-এর দশক