হোম > নারী

রবীন্দ্রনাথের চিত্রলেখা হাসিরাশি দেবী

ফিচার ডেস্ক

হাসিরাশি দেবী। ছবি: সংগৃহীত

এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।

হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।

রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।

তেঁতুলিয়ার ‘লিলি আপা’: ১,৪২০টি স্বাভাবিক প্রসব করিয়েছেন যিনি

১০১ বছরেও কিশোরীর প্রাণশক্তিতে জিয়াং

পৌরোহিত্য শুধু ধর্ম নয়, এটি নারীর সমান অংশীদারত্বের দাবি

চলমান এক নদীর নাম অপরাহ উইনফ্রে

নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ

জামায়াত সমর্থকদের ‘সাইবার বুলিংয়ের’ শিকার ডাকসু সদস্য হেমা চাকমা

ইরান পরিস্থিতি: নারীত্বের জয়গান যেখানে বিদ্ধ বুলেট আর শৃঙ্খলে

ক্রমাগত নেতিবাচক চিন্তা ও মন খারাপ বিষণ্নতার কারণ

কেমন হবে নতুন দিন

সার্জনস হল রায়ট ও সোফিয়া জ্যাকস-ব্লেক