হোম > নারী

চলমান এক নদীর নাম অপরাহ উইনফ্রে

ফিচার ডেস্ক

অপরাহ উইনফ্রের জন্ম আমেরিকার মিসিসিপিতে, এক দরিদ্র পরিবারে। সংবাদ পাঠিকা হিসেবে ১৯ বছর বয়সে তিনি কর্মজীবন শুরু করেন। অপরাহ উইনফ্রে বিশ্বজুড়ে পরিচিতি পান তাঁর টক শো ‘দ্য অপরাহ উইনফ্রে শো’র মাধ্যমে। এরপর রেকর্ড হলো, অপরাহ উইনফ্রে বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিলিয়নিয়ার। দারিদ্র্য, নিগ্রহ এবং বর্ণবৈষম্যের পাহাড় ডিঙিয়ে তিনি নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছেন।

২০২৬ সালে ৭২ বছর পূর্ণ করলেন অপরাহ। এখনো তিনি সমানভাবে সক্রিয়। এ বছরের ২০ জানুয়ারি প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ‘এনাফ’। এতে তিনি শরীরের ওজন এবং আত্মমর্যাদা নিয়ে তাঁর দীর্ঘদিনের লড়াই ও অভিজ্ঞতার কথা লিখেছেন। তাঁর নতুন পডকাস্ট ‘দ্য অপরাহ পডকাস্ট’ এ বছর চারটি অ্যাম্বিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। তিনি আব্রাহাম ভার্গিসের বিখ্যাত উপন্যাস ‘দ্য কভেন্যান্ট অব ওয়াটার’ অবলম্বনে একটি নতুন চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছেন।

অপরাহ তাঁর উপার্জনের বিশাল একটি অংশ জনকল্যাণে ব্যয় করেন। দক্ষিণ আফ্রিকায় মেয়েদের জন্য তিনি ‘অপরাহ উইনফ্রে লিডারশিপ একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন। উচ্চশিক্ষার জন্য তিনি এ পর্যন্ত ৪০০ কোটির বেশি টাকা অনুদান দিয়েছেন। শিশু নির্যাতন প্রতিরোধে একটি জাতীয় ডেটাবেইস তৈরির জন্য তিনি ১৯৯১ সালে যে আন্দোলন শুরু করেছিলেন, তার সুফল বিশ্ব আজও ভোগ করছে।

অপরাহ উইনফ্রে বিশ্বাস করেন, ‘উৎকর্ষই হলো বর্ণবাদ বা লৈঙ্গিক বৈষম্যের সবচেয়ে বড় জবাব।’ তাঁর জন্ম ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি।

তেঁতুলিয়ার ‘লিলি আপা’: ১,৪২০টি স্বাভাবিক প্রসব করিয়েছেন যিনি

১০১ বছরেও কিশোরীর প্রাণশক্তিতে জিয়াং

পৌরোহিত্য শুধু ধর্ম নয়, এটি নারীর সমান অংশীদারত্বের দাবি

নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ

জামায়াত সমর্থকদের ‘সাইবার বুলিংয়ের’ শিকার ডাকসু সদস্য হেমা চাকমা

ইরান পরিস্থিতি: নারীত্বের জয়গান যেখানে বিদ্ধ বুলেট আর শৃঙ্খলে

ক্রমাগত নেতিবাচক চিন্তা ও মন খারাপ বিষণ্নতার কারণ

কেমন হবে নতুন দিন

সার্জনস হল রায়ট ও সোফিয়া জ্যাকস-ব্লেক

শুভ জন্মদিন, অ্যাগনেস মঙ্গান