হোম > ল–র–ব–য–হ

অস্ট্রেলিয়ায় বাড়ির ছাদ বেয়ে গাছে উঠল ১৬ ফুট অজগর

আনুমানিক ১৬ ফুট লম্বা বিশাল একটি অজগর যদি আপনার বাড়ির ছাদ অতিক্রম করে যায়, কেমন লাগবে বলুন তো? আর যা-ই হোক, নিশ্চয় খুব আনন্দময় হবে না বিষয়টি। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক বাড়িতে। এক ভিডিওতে অজগরটিকে বাড়ির ছাদ থেকে একটি গাছে যেতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

কুইন্সল্যান্ডের একটি এলাকার বাসিন্দারা সম্প্রতি বিশাল অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণীটিকে ছাদের ওপর দিয়ে চলতে দেখেন তাঁরা। এত বিশাল একটি অজগর কীভাবে সেখানে এল সেটা চিন্তা করছিলেন তাঁরা। 

অস্বাভাবিক দৃশ্যটা দেখতে ভিড় জমান বহু মানুষ; একজন ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও করেন। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ঘটনা দেখতে জড়ো হওয়া মানুষদের দিকে ঘাড় ঘোরাতে দেখা যায় অজগরটিতে। এ সময় একটা বাচ্চার ভয়ে কেঁদে ওঠার শব্দ শোনা যায়। 

‘এটি বুনো’ একজন নারীকে বলতে শোনা যায়। 

যখন অজগরটি তার লেজটি ছাদ থেকে তুলে নেয় এবং অন্য গাছের দিকে যাওয়ার আগে একটি লম্বা গাছ থেকে মানুষের দিকে তাকাতে থামে, অন্য একজন বলেন, ‘এরা উদ্ভট ধরনের, তাই না?’ 

ভিডিওটি শেষ হয় গাছের মধ্য দিয়ে অজগরটি এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এটার ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং বিশাল দেহ নিয়ে অনায়াসে এগিয়ে যাওয়া দেখে অবাক হয় দর্শক। 

জানা যায়, এটা কার্পেট পাইথন জাতের অজগর। এ ধরনের অজগর ওজনে ১৫ কিলোগ্রাম পর্যন্ত এবং দৈর্ঘ্য চার থেকে পাঁচ মিটার হয় (১৩ থেকে ১৬ ফুট)।

সাপ ধরতে ওস্তাদ কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টের ড্যান। নিয়মিতই এই সরীসৃপদের মুখোমুখি হতে হয় তাঁকে। এনডিটিভি ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার সূত্রে এ বিষয়ে ড্যানের মতামত প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘এই সাপদের এমন চলাফেরা করা সাধারণ ব্যাপার। এদের গাছে চড়ার অর্থ এরা একটি পাখি বা অপোসাম শিকারের চেষ্টা করছে বা নিজেরাই বিপদ এড়াতে সেখানে আশ্রয় নেয়। 

‘গাছের মধ্যে কার্পেট অজগর দেখা খুবই সাধারণ। শরীরে সূর্যের উত্তাপ নিতে, কুকুর বা মানুষকে এড়াতে কিংবা পাখি এবং শিকার করতে সেখানে যায়। যদিও আমি গাছের চেয়ে মাটিতে বেশি অজগর দেখতে পাই। তবে এটি অস্বাভাবিক নয়।’ যোগ করেন তিনি।

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু