হোম > ল–র–ব–য–হ

প্রয়াত পেলের নাম ব্রাজিলের অভিধানে, অর্থ জানেন? 

প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের নাম যুক্ত হয়েছে ব্রাজিলের অভিধানে। পর্তুগিজ ভাষার ‘মাইকেলিস’ অভিধানের অনলাইন সংস্করণে আনুষ্ঠানিকভাবে বিশেষণ হিসেবে এটি সংযুক্ত হয়েছে। পরবর্তীতে ছাপা সংস্করণেও এটি সংযুক্ত করা হবে। পেলে নামটি অতুলনীয়, ব্যতিক্রম, অনন্য, অদ্বিতীয় ইত্যাদির সমার্থক বোঝাতে ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইকেলিস অভিধান ব্রাজিলে বেশ জনপ্রিয়। বুধবার তাঁদের অনলাইন সংস্করণে পেলের নামটি যুক্ত হয়। পেলের প্রতি সম্মান জানাতে তাঁর নাম অভিধানে যুক্ত করতে ১ লাখ ২৫ হাজার মানুষের স্বাক্ষর নেয় পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও স্পোর্টস চ্যানেল স্পোর্টস টিভি। এরপরই পেলের নামটি অভিযানে যুক্ত করা হলো। তাঁর নাম অভিধানে যুক্ত হওয়ায় পেলে ফাউন্ডেশন ও পেলের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল গ্রেট পেলে। পেলেই ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দুই দশকের ফুটবল ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ক্লাব আসর মিলিয়ে পেলের গোল সংখ্যা ১ হাজার ২৮১টি।

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

মৃত মায়ের বেশ ধরে তাঁর পেনশনের টাকা তুলছিলেন ছেলে

আদালতে প্রিয় শিল্পীর পরচুলা পরে, গান বাজিয়ে চাকরি হারালেন বিচারক

প্রয়াত মায়ের চিলেকোঠায় পুরোনো কমিক বই, বিক্রি হলো ৯১ লাখ ডলারে

ক্যাটসতাম্বুল: যে শহরে পথের রাজা মানুষ নয়, বিড়াল