হোম > ল–র–ব–য–হ

চিড়িয়াখানায় ‘পান্ডা’ পরিচয়ে কুকুর প্রদর্শনের অভিযোগ

এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। 

জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি। 

এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু