হোম > ল–র–ব–য–হ

তিন ইঞ্চির বেশি চওড়া জিহ্বার কারণে গিনেস বুকে টেক্সাসের নারী

কতভাবেই না গিনেস বুকে নাম ওঠে মানুষের। এর মধ্যে কিছু কিছু একেবারেই অদ্ভুত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এই নারীর কথাই ধরুন। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন সবচেয়ে চওড়া জিহ্বার জন্য।

ব্রিটানি লেকায়োকে গিনেস বুকে জায়গা করে দেওয়া জিবটি ৩ দশমিক ১১ ইঞ্চি চওড়া। আর এই পরিমাপ করা হয় সবচেয়ে প্রশস্ত বিন্দু ধরে আর রেকর্ডটি নারীদের ক্যাটাগরিতে। এই নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জানান, এমিলি শ্লেঙ্কা নামের এক নারীর ঝুলিতে এমন একটি রেকর্ড আছে শুনে আগ্রহী হয়ে ওঠেন তিনি। এমিলির জিব ছিল ২ দশমিক ৮৯ ইঞ্চি চওড়া।

পেশাগত জীবনে একজন অ্যাটর্নি ব্রিটানি সব সময়ই জানতেন তাঁর জিবটি অস্বাভাবিক বড়। তিনি গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানান, ছোট শিশু থাকা অবস্থায় পরিবারের লোকেরা প্রায়ই বিষয়টি নিয়ে রসিকতা করত। তবে তাঁর মাথাতেই আসেনি এটি সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশস্ত হতে পারে।

তবে তাঁরা ধারণা বদলে যায়, তখন খুব ঘনিষ্ঠ এক বন্ধু তাকে এমিলি শ্লেঙ্কারের একটি ভিডিও পাঠিয়েছিল। এটিই ব্রিটানিকে তার নিজের জিহ্বা পরিমাপ করতে অনুপ্রাণিত করেছিল।

লেকোয়ার জিহ্বা একজন প্রাপ্তবয়স্ক নারীর জিহ্বার গড় দৈর্ঘ্যের সমান প্রশস্ত, অর্থাৎ ৩ দশমিক ১১ ইঞ্চি। এটি একটি ক্রেডিট কার্ডের সমান প্রশস্ত।

এদিকে পুরুষদের বেলায় এই রেকর্ড মার্কিন নাগরিক ব্রায়ান থমসনের দখলে। তাঁর জিহ্বা ৩ দশমিক ৪৯ ইঞ্চি চওড়া।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

দেড় ঘণ্টায় ১০১ তলা ভবন বেয়ে চূড়ায় উঠে তাক লাগানো কে এই মার্কিন নাগরিক

রশি-নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় উঠলেন মার্কিন পর্বতারোহী

২৫০ কেজি ওজন নিয়েও লাফাত ক্যাঙ্গারুর পূর্বপরুষেরা

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ছুরিকাঘাত করলেন তরুণী

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

ওপর থেকে পড়ল পাখির বিষ্ঠা, ভারতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ম্যাচ বন্ধ

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা