হোম > ল–র–ব–য–হ

খাবারের খোঁজে স্কুলের ক্যাফেতে হাজির ভালুক ছানা

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক স্কুলের ক্যাফেতে সকালবেলা গিয়ে এর কর্মচারীকে রীতিমতো চমকে উঠতে হয়। কম বয়স্ক এক ক্রেতা অস্থিরভাবে ভেতরে পায়চারি করছে। তবে সমস্যা হলো, এই ক্রেতা মোটেই স্কুলের কোনো শিক্ষার্থী নয়, বরং এক ভালুকছানা। ক্যাফের খাবারের গন্ধে লোভে পড়ে ভেতরে ঢুকে পড়েছিল প্রাণীটি।

গত সোমবার এ ঘটনা ঘটে অ্যাসপেন স্কুল ডিস্ট্রিক্ট মিডল স্কুলে। পিটকিন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, স্কুলটির ক্যাফেটেরিয়ায় একটি কালো ভালুকছানা ঢুকে পড়ার খবর পেয়ে অ্যাসপেন পুলিশ ও কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফের (সিপিডব্লিউ) পাশাপাশি তাদের ডেপুটিরাও সেখানে হাজির হন। 

উদ্ধারকর্মীরা যখন ভালুকছানাটিকে স্কুল থেকে বের করতে কাজ করছিলেন, তখন শিক্ষক ও শিক্ষার্থীদের অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া হয়েছিল।

‘ভালুকছানাটি নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে পারে।’ বিবৃতিতে জানায় শেরিফ অফিস।

তবে ভালুকছানাটি কোনো খাবার জোগাড় করতে পেরেছিল কি না, তা জানা যায়নি। 

সিপিডব্লিউর মুখপাত্র জানান, একটি খোলা দরজা দিয়ে রোববারই স্কুলের ভেতরে ঢুকে পড়ে দুটি ছানাসহ একটি মা ভালুক। ওই দিন মা এবং একটি ছানা বেরিয়ে গেলেও অপরটি ভেতরে রয়ে যায়।

এদিকে কাউন্টি শরিফ অফিস মানুষকে রাতে ঘুমাতে যাওয়ার সময় এবং কেউ বাসায় না থকলে দরজা-জানালা ভালোভাবে আটকে দেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শীতনিদ্রার মৌসুমের আগে খাবারের খোঁজে তৎপর থাকায় এখন বাড়িতে ভালুক ঢুকে পড়ার ঝুঁকিটা বেশি বলে জানায় তারা।

সিপিডব্লিউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শীতনিদ্রায় যাওয়ার আগে নিজের ওজনটা বাড়িয়ে নিতে কালো ভালুকের এখন খাবারের খোঁজে ব্যস্ত সময় পাড় করছে। এ সময় দিনে ২০ ঘণ্টা পর্যন্ত খেতে পারে এরা। ২০২৩ সালে বাসা-বাড়িতে ভালুক ঢুকে পড়ার যে ঘটনাগুলো নথিবদ্ধ হয়েছে, তার অর্ধেকের বেশি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে।

সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, দ্য কলোরাডো সান

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

মৃত মায়ের বেশ ধরে তাঁর পেনশনের টাকা তুলছিলেন ছেলে

আদালতে প্রিয় শিল্পীর পরচুলা পরে, গান বাজিয়ে চাকরি হারালেন বিচারক

প্রয়াত মায়ের চিলেকোঠায় পুরোনো কমিক বই, বিক্রি হলো ৯১ লাখ ডলারে

ক্যাটসতাম্বুল: যে শহরে পথের রাজা মানুষ নয়, বিড়াল