ল-র-ব-য-হ ডেস্ক
এরই মধ্যে দুনিয়ার সবকিছু আবিষ্কার হওয়া শেষ হয়ে যায়নি। এইতো ২০২১ সালের জানুয়ারিতে এসে আবিষ্কার হলো বিশ্বের সবচেয়ে ছোট গিরগিটি।
উত্তর মাদাগাস্কারে আবিষ্কৃত এই ছোট সরীসৃপটির দৈর্ঘ্য মাত্র ২৮ দশমিক ৯ মিলিমিটার। সায়েন্টিফিক রিপোর্টসের ২০২১ সালের জানুয়ারি প্রকাশনায় এই ইটি বিটি গিরগিটিকে পৃথিবীর সবচেয়ে ছোট সরীসৃপ বলে উল্লেখ করা হয়েছে।
কিন্তু এই গিরগিটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তা হলো পুরুষ ইটি বিটির যৌনাঙ্গ তার শরীরের দৈর্ঘ্যের তুলনায় ২০ শতাংশ।
তথ্যসূত্র: বেস্টলাইফঅনলাইন.কম