কোম্পানির ইতিহাসে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে মেটার মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।
বিশ্বের বিজ্ঞাপনী বাজারের মোট ২০ শতাংশ ফেসবুকের দখলে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অবস্থান ধরে রাখলেও মহামারির পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া অনলাইন বিজ্ঞাপনী বাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও পড়েছে।
গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করছেন। সেখানে কয়েক মাস আগে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগইন করেছেন।
প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, ‘সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের পথ খুঁজে বের করছি। বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন: