হোম > প্রযুক্তি

পিক্সেল ফোনেও যুক্ত হলো চার্জিং সীমা

এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে। ছবি: পিক্সেল

ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য অ্যান্ড্রয়েড ১৫–এ ‘ব্যাটারি চার্জিং লিমিট’–নামে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। অবশেষে পিক্সেল ফোনেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি। এর মাধ্যমে ব্যাটারি চার্জিংয়ের সর্বোচ্চ সীমা ৮০ শতাংশ নির্ধারণ করা যাবে। ফলে ফোনের ব্যাটারি চার্জ ৮০ শতাংশ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এটি ব্যাটারির ওপর চাপ কমাবে। ফলে ব্যাটারির কম ক্ষতি হবে।

গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর ১ আপডেটে এই ফিচার চালু হবে মনে করা হয়েছিল। এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে।

সর্বপ্রথম এই ফিচারটি এক টেলিগ্রাম ব্যবহারকারীর চোখে পড়ে। নিজের পিক্সেল ফোনটি এপি ৩ এ.২৪১১০৫. ০০৭ সংস্করণে আপডেট করার পর ফিচারটি চোখে পড়ে তার। এই নতুন অপশনটি ‘ব্যাটারি শেয়ার’ সেকশনে পাওয়া যাবে। গুগলের আরেকটি অপশন ‘অ্যাডাপটিভ চার্জিং’–এর বিকল্প এই অপশন। এক নাগারে সারা রাত ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং গতি কমিয়ে দেয় অ্যাডাপটিভ চার্জিং। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে।

বেশি দিন ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিলে এর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ শতাংশ করার মাধ্যমে এর ওপর চাপ কমে এবং ব্যাটারি দীর্ঘসময় ধরে ভালো থাকে। এই ধরনের ফিচার আইফোনের আইওএস ১৮ আপডেটেও রয়েছে।

চলতি মাসের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে পিক্সেল ফোনে এই ‘ব্যাটারি চার্জিং লিমিট’ ফিচারটি পাওয়া যাবে। এটি পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে। তবে এই চার্জিং সীমা ৮০ শতাংশ করলে প্রতি চার্জে তুলনামূলক কম সময় ফোনটি ব্যবহার করা যাবে।

যারা নিজেদের ফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের ডিভাইস ফিচারটি মাধ্যমে উপকৃত হবে। পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনে ৭ বছরের সফটওয়্যার আপডেটের দেবে বলে গত বছর প্রতিশ্রুতি দেয় গুগল। তাই নতুন এই ফিচারের মাধ্যমে ও বেশি দিন সফটওয়্যারের আপডেট পাওয়ার ফলে পিক্সেল ডিভাইসগুলো অনেক দিন ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

তথ্যসূত্র: ফোনএরিনা

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট