হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার দেবে আইপি অ্যাড্রেসের নিরাপত্তা 

হোয়াটসঅ্যাপে কলের সময় ক্ষতিকর সফটওয়্যার বা হ্যাকারদের কাছ থেকে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেসের নিরাপত্তা দেবে নতুন ফিচার। এটি কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইওএসের বেটা ভার্সনে পাওয়া যাবে। গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

আইপি অ্যাড্রেসর নিরাপত্তার ফিচারটি ‘অ্যাডভান্সড’ নামের একটি নতুন সেকশনে পাওয়া যাবে। এটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে থাকবে। এর ফলে কলের মাধ্যমে আইপি অ্যাড্রেস থেকে কারও লোকেশন বের করা কঠিন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নিজস্ব সার্ভার ওপর নির্ভর করে এই নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ফিচারটির ফলে কলের মান কিছুটা খারাপ হতে পারে। কলের এই মান কমার কারণ হল–হোয়াটসঅ্যাপ সার্ভারে এনক্রিপশন ও রাউটিং (সবচেয়ে উপযুক্ত নেটওয়ার্কের পথ বাছাই করার প্রক্রিয়া) প্রক্রিয়া। 

ডাব্লুএবেটাইনফো এর প্রতিবেদনে বলা হয়, ফিচারটি চালু করার ফলে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি অতিরিক্ত গোপনীয়তার সুরক্ষা পাবে। কেউ যখন অপিরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে ফিচারটি অনেক কাজে দেবে। তবে এ জন্য কলের মান কিছুটা খারাপ হবে তা ব্যবহারকারীকে মেনে নিতে হবে। ভবিষ্যতে কলের মানের উননয়নও করা হবে। 

সামনের সপ্তাহ থেকে এই মেসেজিং অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইফোনের নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য ছাড়া হবে বলে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব