হোম > প্রযুক্তি

ভুলক্রমে বন্ধ করা ট্যাবগুলো ব্রাউজারে আবার খুলবেন যেভাবে 

ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন। 

তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—

কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন। 

যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন। 

ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন। 

মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন। 

এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে। 

ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে 
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন। 

ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন। 

আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে। 

 কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর। 

তথ্যসূত্র: ম্যাশাবল

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি