হোম > প্রযুক্তি

ওএলইডি ডিসপ্লে বানাতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে স্যামসাং

প্রিমিয়াম ও দামি ল্যাপটপে গত চার বছর ধরে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। এখন ল্যাপটপ ডিভাইসে এই ডিসপ্লের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তাই আরও উন্নত মানের ওএলএডি ডিসপ্লে তৈরি করতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।

ছোট ও মাঝারি আকারের ওএলইডি প্যানেলের প্রস্তুতকারক স্যামসাং। ল্যাপটপে ওএলইডি প্যানেলগুলোর ব্যবহার বাড়ানোর জন্য চিপ নির্মাতা ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে। কোরিয়ার ডিসপ্লে এক্সিবিশনে স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেন, প্রযুক্তি উৎপাদনের পরিমাণ এবং গ্রাহকদের সহযোগিতায় ল্যাপটপ বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ। 

সম্প্রতি অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর জন্য ট্যান্ডেম ওএলইডি প্যানেল সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এটি ভবিষ্যতের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি মডেলগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি শিগগিরই অ্যাপলের ভবিষ্যতের ম্যাকবুকগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে। 

 ল্যাপটপ বাজারে ওএলইডি প্যানেলের চাহিদা বাড়ায় ২০২৬ সালের মধ্যে নতুন ৮ দশমিক ৬ জেনারেশন ওএলইডি উৎপাদন শৃঙ্খল করবে স্যামসাং। এ জন্য কোম্পানিটি ৪ লাখ ১০ হাজার কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৩০০ কোটি ডলার) বিনিয়োগ করছে। এই শৃঙ্খল প্রতিবছর ১ কোটি ওএলইডি প্যানেল তৈরি করতে পারবে। 

এলজি ইতিমধ্যে ল্যাপটপের জন্য ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করেছে। তবে স্যামসাং এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় ওএলইডি প্যানেল প্রস্তুতকারক হওয়ার কারণে ল্যাপটপ ও মনিটরের জন্য স্যামসাং শিগগিরই ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করবে।

স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেছেন, ইন্টেল ও কোয়ালকমের মতো বিভিন্ন সিস্টেম অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মোবাইল ওএলইডির বিভিন্ন সংস্করণ তৈরি করতে থাকবে স্যামসাং। অনেক গ্রাহকের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি এবং স্যামসাংয়ে তৈরি ওএলইডি প্যানেলগুলো ডিভাইসে থাকা এআই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে। 

তথ্যসূত্র: স্যামমোবাইল

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি