হোম > প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপদ নিয়ে পোপের সতর্কবাণী

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস পৃথিবীর ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত মঙ্গলবার পোপ এই নতুন প্রযুক্তিকে ‘সংহতি নাশকারী সম্ভাবনা ও পরস্পর–বিরোধী প্রভাব’ হিসেবে আখ্যায়িত করেছেন।

নতুন বছরের প্রথম দিনে ওয়ার্ল্ড পিস অব দ্য ক্যাথলিক চার্চ দিবস অনুষ্ঠিত হবে। এই দিবস উপলক্ষে একটি বার্তায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বলেন। ভ্যাটিকানের নিয়ম অনুসারে এই বার্তা আগেই প্রকাশিত হয়।

পোপ বলেন ‘সবাইকে সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের ডিভাইস উৎপাদন ও ব্যবহারের মূলে সহিংসতাকে যৌক্তিকীকরণ ও বৈষম্যের উপাদান না থাকে। এই প্রযুক্তির জন্য যেন সবচেয়ে অরক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূল্য দিতে না হয়।

তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা ও ব্যবহারকে জরুরি ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে পরিবর্তন করতে হবে। যেন এই প্রযুক্তি মানুষের সেবা ও ঘরের সুরক্ষা দিতে পারে। শিক্ষা ও আইনের প্রতিটি বলয়ে নৈতিকতার প্রতিফলন থাকতে হবে।’ 

 ২০১৫ সালে প্রযুক্তি ব্যবহারে ফ্রান্সিস নিজেকে ‘খুব আনাড়ি’ বলে উল্লেখ করেন। কিছুদিন আগেও তিনি কম্পিউটার চালাতে পারতেন না বলে জানান। কিন্তু ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেক্সট মেসেজকে ‘সৃষ্টিকর্তার উপহার’ বলে অভিহিত করেছেন। এই প্রযুক্তিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেন পোপ।

২০২০ সালে ভ্যাটিকান কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নৈতিকতার সীমা মেনে চলার পক্ষে প্রচারে মাইক্রোসফট ও আইবিএমের মতো বৃহৎ প্রযুক্তি কোম্পানির সঙ্গে সংহতি প্রকাশ করে। আর ফেসিয়াল রিকগনিশনের মতো (কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মুখ চেনা) প্রযুক্তির জন্য আইনি বিধি তৈরির দাবি জানায়।

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি