হোম > প্রযুক্তি

নীল, কমলা ও সবুজ রঙে আসছে মটোরোলার রেজর ৫০ আলট্রা

কিছুদিন পরই মটোরোলা রেজর সিরিজের নতুন ফোল্ডিং ফোন রেজর ৫০ আলট্রা বাজারে আসবে। তবে এর আগেই অনলাইনে ফোনটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়েছে। রং ও স্টোরেজের পরিবর্তন ছাড়া মডেলটির নকশা আগের মডেল রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফোনটি আলট্রা নীল, কমলা ও সবুজ রঙে পাওয়া যাবে।

অনলাইনে ফোনটির লাইভ ছবি প্রকাশ করেছেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটিওয়ান মোবাইলের প্রতিবেদক সুধাংশু আম্ভোর। নাইনটিওয়ানের প্রতিবেদনে বলা হয়, রেজর ৫০ আলট্রা মডেলটির নকশা রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, বাইরের স্ক্রিনটির সঙ্গেই দুটি ক্যামেরা অনুভূমিকভাবে থাকবে। এর নিচেই মটোরোলার ব্র্যান্ডিং থাকবে। আর ভেতরের স্ক্রিনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা থাকবে। তবে মডেলটি এবার ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাওয়া যাবে।

গত বছরের জুলাইয়ে রেজর ৪০ আলট্রা মডেলটি বাজারে ছাড়া হয়। তাই রেজর ৫০ আলট্রা মডেলটিও জুন মাসে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

রেজর ৪০ আলট্রা ফোনের ভেতরের স্ক্রিনে ৬ দশমিক ৯ ইঞ্চি এলপিটিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে ও কভার স্ক্রিনে (বাইরের স্ক্রিন) ৩ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাইরের ক্যামেরা ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ ‍+ জেন চিপসেট ও ৩ হাজার ৮০০ এমএইচের ব্যাটারি রয়েছে। ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যারড (তারের মাধ্যমে চার্জিং) আর ৫ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জ সমর্থন করে।

গত মাসে মটোরোলা দুটি নতুন বাজেটবান্ধব স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মটো জি পাওয়ার ও মটো জি ফাইভজি। মূলত জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ হিসেবে এগুলো বাজারজাত করবে মটোরোলা।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব