হোম > প্রযুক্তি

নীল, কমলা ও সবুজ রঙে আসছে মটোরোলার রেজর ৫০ আলট্রা

কিছুদিন পরই মটোরোলা রেজর সিরিজের নতুন ফোল্ডিং ফোন রেজর ৫০ আলট্রা বাজারে আসবে। তবে এর আগেই অনলাইনে ফোনটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়েছে। রং ও স্টোরেজের পরিবর্তন ছাড়া মডেলটির নকশা আগের মডেল রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফোনটি আলট্রা নীল, কমলা ও সবুজ রঙে পাওয়া যাবে।

অনলাইনে ফোনটির লাইভ ছবি প্রকাশ করেছেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটিওয়ান মোবাইলের প্রতিবেদক সুধাংশু আম্ভোর। নাইনটিওয়ানের প্রতিবেদনে বলা হয়, রেজর ৫০ আলট্রা মডেলটির নকশা রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, বাইরের স্ক্রিনটির সঙ্গেই দুটি ক্যামেরা অনুভূমিকভাবে থাকবে। এর নিচেই মটোরোলার ব্র্যান্ডিং থাকবে। আর ভেতরের স্ক্রিনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা থাকবে। তবে মডেলটি এবার ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাওয়া যাবে।

গত বছরের জুলাইয়ে রেজর ৪০ আলট্রা মডেলটি বাজারে ছাড়া হয়। তাই রেজর ৫০ আলট্রা মডেলটিও জুন মাসে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

রেজর ৪০ আলট্রা ফোনের ভেতরের স্ক্রিনে ৬ দশমিক ৯ ইঞ্চি এলপিটিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে ও কভার স্ক্রিনে (বাইরের স্ক্রিন) ৩ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাইরের ক্যামেরা ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ ‍+ জেন চিপসেট ও ৩ হাজার ৮০০ এমএইচের ব্যাটারি রয়েছে। ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যারড (তারের মাধ্যমে চার্জিং) আর ৫ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জ সমর্থন করে।

গত মাসে মটোরোলা দুটি নতুন বাজেটবান্ধব স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মটো জি পাওয়ার ও মটো জি ফাইভজি। মূলত জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ হিসেবে এগুলো বাজারজাত করবে মটোরোলা।

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের