হোম > প্রযুক্তি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুয়া তথ্যের’ জন্য গুগলকে সাড়ে ৫ কোটি ডলার জরিমানা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু বিষয়ে ‘ভুয়া তথ্য’ সরিয়ে ফেলতে ব্যর্থতার দায়ে গুগলকে ৪ দশমিক ৬ বিলিয়ন রুবল (৫ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার আদালত। রুশ বার্তা সংস্থা তাস ও যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

রাশিয়ায় এই টেক জায়ান্টের গলের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে আজ বুধবার (২০ ডিসেম্বর) জরিমানা করা হয় বলে। তবে রায় নিয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০২১ ও ২০২২ সালেও গুগলকে ৭২০ কোটি  ও ২ হাজার ১১০ কোটি রুবল জরিমানা করা হয়েছিল।

দেশটির আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, এলজিবিটি অধিকার বিষয়ে ‘চরমপন্থী কনটেন্ট’ অপসারণ ও বিতরণ বন্ধে গুগলের ব্যর্থতার কারণে এই জরিমানা।

গত নভেম্বরে রুশ সুপ্রিম কোর্ট এলজিবিটি কর্মীদের ‘চরমপন্থী’ হিসাবে চিহ্নিত করা উচিত বলে রায় দেন। এমন রায় দেশটির সমকামী এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধিদের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার আশংকা তৈরি করে বলে সুপ্রিম কোর্ট।

ইউক্রেনে হামলাকে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। রাশিয়ার সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ বিরোধ নতুন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটি ইউক্রেন আক্রমণের পর এ বিরোধ আরও তীব্র হয়েছে। গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের আরেকটি প্রতিষ্ঠান ইউটিউবও রাশিয়ার টার্গেটে আছে। তবে এক্স (সাবেক টুইটার) এবং মেটা প্ল্যাটফর্মের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে দেশটি এখনো বিরোধে জড়ায়নি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি