হোম > প্রযুক্তি

মেসেঞ্জার-ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা

শিগগিরই মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা। ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং হলো—এমন একটি সেবা যেখানে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করেই ইনস্টাগ্রামে না গিয়েও সেখানে আসা মেসেজ আদানপ্রদান করতে পারতেন। এ সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুক ও মেসেঞ্জারের গ্রাহকেরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ম্যাসেজিং করতে পারবে না। গত তিন বছর ধরে এই সুবিধা দেওয়া পর চলতি ডিসেম্বরের মাঝামাঝি সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা। 

এই সিদ্ধান্ত নেওয়ার কোনো স্পষ্ট কারণ মেটার পক্ষ থেকে জানানো হয়নি। এই বছরের শেষ দিকে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসবে মেটা। তাই ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সেবা বন্ধ করা হবে বলে ধারণা করা হচ্ছে। 

ইনস্টাগ্রামের সাপোর্ট পেজে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট বন্ধ হবে। এই ফিচার বন্ধ হয়ে গেলে আগের গ্রাহকেরা যেসব অ্যাকাউন্টের সঙ্গে ক্রস প্ল্যাটফর্ম চ্যাট করত, তা আর করতে পারবে না। তবে আগের চ্যাটগুলো শুধু পড়া যাবে। ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নতুন চ্যাটও শুরু করা যাবে না। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। 

অ্যাক্টিভিটি স্ট্যাটাস চালু করে ইনস্টাগ্রামে কেউ অনলাইনে থাকলে মেসেঞ্জার থেকে তা দেখা যেত। ক্রস প্ল্যাটফর্ম সেবা বন্ধ করায় এখন সেটি আর দেখা যাবে না। বন্ধুদের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে একই প্ল্যাটফর্মের আওতায় থেকে নতুন চ্যাট শুরু করতে হবে। উল্লেখ্য, ২০২০ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট চালু হয়। 

গত আগস্টে মেটা এক ঘোষণায় জানিয়েছিল, বন্ধু ও পরিবারদের সঙ্গে চ্যাটিংয়ের জন্য এ বছরে শেষের দিকে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসা হবে। এই ফিচারের ফলে চ্যাটগুলো সেন্ডার ও রিসিভার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত রয়েছে। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব