নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন দ্রুত বদলে দিচ্ছে দুনিয়া। যা একসময় কল্পনাতেই ছিল না, তা এখন মানুষের হাতের মুঠোয়। আর প্রযুক্তিগত উন্নয়নে বেশ এগিয়ে টেক জায়ান্ট গুগল। এবার নিজেদের অ্যাপ ‘লুক টু স্পিক’–এ আরও ১৭টি ভাষা যোগ করেছে গুগল। এসবের মধ্যে বাংলাও আছে।
অ্যান্ড্রয়েড পুলিশে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে এই নতুন অ্যাপটি চালু করে গুগল। লুক টু স্পিক নামের এই অ্যাপ ব্যবহার করে চোখের ইশারায় খুব সহজেই যেকোনো বাক্য নির্বাচন করা যায়। এরপর সেই নির্বাচিত বাক্যটি শোনানো হয়। তবে এই অ্যাপটি বিশেষভাবে পক্ষাঘাতগ্রস্ত মানুষের জন্য উপযোগী করে তৈরি। তারা যাতে চোখ ব্যবহার করে অন্যের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন, সেটি ভেবেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।
লুক টু স্পিকে আগে থেকেই বাক্য বা শব্দ লেখা থাকে এবং তা জমা হয়ে থাকে। ব্যবহারকারী শুধু দৃষ্টি ওপর-নিচ বা ডান-বাঁ করার মাধ্যমে সহজেই বাক্য নির্বাচন করতে পারে। চাইলে এর অন্যান্য অপশনে গিয়ে নিজের পছন্দমতো বাক্য বা শব্দ লিখে রাখাও যায়, যা পরে ব্যবহার করার সুযোগ আছে। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যায়।
এবার বাংলা ভাষাভাষীরাও ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। কারণ নতুন করে যোগ করা ১৭টি ভাষার মধ্যে বাংলাও আছে। বাকি ১৬টি ভাষা হচ্ছে আরবি, জার্মান, স্প্যানিশ (স্পেন), স্প্যানিশ (লাটআম), ফরাসি, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, কোরীয়, মারাঠি, পর্তুগিজ, তামিল, তেলেগু, উর্দু ও ভিয়েতনামিজ। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।