হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটির ভয়েস ফিচার বিনা মূল্যে ব্যবহার করা যাবে 

আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকদের জন্য বিনা মূল্যে চ্যাটজিপিটির ভয়েস ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে উত্তর দেবে। অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এটি কাজ করে। 

স্যাম অল্টম্যানের সিইও পদ নিয়ে অনেক নাটকীয়তার মধ্যেই গত বুধবার এই ফিচারের ঘোষণা দেয় ওপেনএআই। চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি এর আগে শুধু চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারত। 

এই ফিচার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বলে এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ঘোষণা দেয় ওপেনএআই। এক পোস্টে বলা হয়েছে, ‘ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি ডাউনলোড করুন এবং হেডফোনের আইকনটি চেপে চ্যাটবটের সঙ্গে আলাপ শুরু করুন।’ ফিচারটি নিয়ে এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। 

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০। চ্যাট উইন্ডোর ড নিচের দিকে ডান পাশের হেডফোন আইকোনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে। আইকোনে ট্যাপ করলে গ্রাহককে  ‘চ্যাট উইথ ভয়েস’ নামে ফিচারটির পরিচিতি পর্ব স্ক্রিনে দেখাবে। প্রতিটি ভয়েস চ্যাট ট্র্যান্সক্রিপশন হিসেবে চ্যাট হিস্টোরিতে সেভ থাকবে। তবে চ্যাটের অডিও ক্লিপ প্ল্যাটফর্মটিতে জমা থাকবে না। অ্যাপটি ব্যবহারকারীর ভাষাও চিহ্নিত করতে পারবে। নির্ভুলভাবে ভয়েস চিহ্নিত করার জন্য সেটিংসে গিয়ে গ্রাহকেরা পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারবে। 

আলাপের জন্য প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের ভয়েস যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা এসব ভয়েস থেকে পছন্দমতো একটি ভয়েস বাছাই করতে পারবে। চ্যাটজিপিটিকে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেওয়া পর এই ভয়েস ফিচার ব্যবহার করা যাবে। 

বিনা মূল্যের এই ফিচারে বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ বিনা মূল্যের চ্যাটজিপিটিতে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের তথ্য পেতে চ্যাটজিপিটি প্ল্যাসের সাবস্ক্রাইবার হতে হবে। 

চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবারদের জন্য গত সেপ্টেম্বরে ভয়েস কনভারসেশন ফিচারটি উন্মুক্ত করা হয়। নতুন ফিচারটি তৈরির জন্য পেশাদের ডাবিং শিল্পীদের সঙ্গে কাজ করে কোম্পানিটি। চ্যাটবট বুঝতে পারে এমন প্রশ্ন ভয়েসের মাধ্যমে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তার জবাব দেবে চ্যাটজিপিটি। এই ফিচারে কোম্পানির নতুন টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক