হোম > প্রযুক্তি

বিখ্যাত অ্যাডোবির দ্বিতীয় সহপ্রতিষ্ঠাতাও মারা গেলেন

সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা জন ওয়ারনক মারা গেছেন। গতকাল শনিবার ৮২ বছরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাডোবি। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। 

ড. ওয়ারনক ২০১৭ সাল পর্যন্ত তিন দশক অ্যাডোবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আমৃত্যু সংস্থাটির পরিচালনা পর্ষদের অংশ ছিলেন। 

ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান। 

ওয়ারনকের মৃত্যুতে অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ কর্মীদের এক ই-মেইল বার্তায় বলেন, ‘গত ২৫ বছরে আমার পেশা জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো জনের সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমার রোল মডেল ও মেন্টর ছিলেন। তাঁকে আমার বন্ধু বলতে পেরে আমি গর্বিত।’

অ্যাডোবি প্রতিষ্ঠার আগে ড. ওয়ারনক জেরক্স পালো আল্টো গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব উটাহতে অধ্যাপনার কাজও করেছেন। 

ড. ওয়ারনক ইউনিভার্সিটি অব উটাহ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট, গণিতে স্নাতকোত্তর এবং গণিত ও দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন। 

স্ত্রী মারভা ও তিন সন্তান রেখে গেছেন তিনি।

অ্যাডোব মূলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সফটওয়্যারের জন্য বিখ্যাত। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন, অ্যাক্রোবেট রিডার, ইনডিজাইন, লাইটরুম, ড্রিমওয়েভার ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি কোম্পানির তৈরি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি