হোম > প্রযুক্তি

আমাজনের সঙ্গে যে চুক্তির খবরে শেয়ার বাড়ল ইন্টেলের

ইন্টেলের ফাউন্ড্রি বা সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবসার সঙ্গে আমাজনের ক্লাউড সেবা ইউনিটের একটি বড় চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, আমাজনের জন্য কাস্টম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরি করে দেবে ইন্টেল। আর গত সোমবার কোম্পানিটির সিইও প্যাট গেলসিঙ্গার এই চুক্তির ঘোষণা দেওয়ার পর ইন্টেলের শেয়ারদর ৮ শতাংশ বেড়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

চুক্তির ঘোষণাপত্রে বলা হয়, ইন্টেলের ব্যবসাকে একটি বড় সমর্থন দেবে চুক্তিটি। আমাজনের ইউনিটকে একটি মাল্টি–বিলিয়ন ডলারের গ্রাহক হিসেবে পেয়েছে ইন্টেল। এই চুক্তির আওতায় ইন্টেল ডিজাইন সেবা এবং উৎপাদনের জন্য আমাজন থেকে অর্থ পাবে। ঘোষণাপত্রে ইন্টেলের পরিকল্পিত ব্যয় সংকোচনের কথাও উল্লেখ করা হয়েছে। 

আমাজনের এডব্লিউএস–এর ক্লাউড কম্পিউটিং বিভাগ ইতিমধ্যেই নিজস্ব ডেটা সেন্টারের জন্য কয়েকটি চিপ ডিজাইন করছে এবং ইন্টেলকে একটি সংস্করণের প্যাকেজিংয়ের জন্য নিয়োগ করেছে। চিপ তৈরির ১৮এ প্রক্রিয়া ব্যবহার করবে এডব্লিউএসের জন্য একটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্যাব্রিক চিপ’ উৎপাদন করবে ইন্টেল, যা কোম্পানির বাইরের গ্রাহকদের সর্বাধুনিক সংস্করণ ব্যবহারের সুযোগ দেবে। 

ভবিষ্যতে আমাজনের জন্য আরও নতুন চিপ ডিজাইন করবে বলে আশা করছে ইন্টেল। বিশেষত ইন্টেলের আসন্ন ১৮ এপি এবং ১৪এ উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে। 

ঘোষণাপত্রে ইন্টেল তার ব্যবসা পুনরুদ্ধারের পরিকল্পনার বিস্তারিতভাবে জানিয়েছে। গত মাসে কোম্পানিটি দ্বিতীয় ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে ব্যাপক আর্থিক ক্ষতির তথ্য প্রকাশ করেছে। গেলসিঙ্গার বলেন, বোর্ড এবং তিনি সম্মত হয়েছেন যে, কোম্পানির কার্যকারিতা বৃদ্ধি, লাভজনক উন্নয়ন এবং বাজার প্রতিযোগিতার উন্নতি করতে অনেক কাজ বাকি রয়েছে। 

কোম্পানিটির প্রোগ্রামেবল চিপ ব্যবসা আলটেরার একটি অংশ বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ ছাড়া, জার্মানির চিপ কারখানা নির্মাণ প্রকল্প দুই বছরের জন্য স্থগিত করা হবে। পোল্যান্ডের প্রকল্পও স্থগিত হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না। 

ইন্টেল তাদের উৎপাদন ব্যবসা, বা ফাউন্ড্রি কোম্পানির অভ্যন্তরেই রাখার পরিকল্পনা করেছে। একে স্বতন্ত্র বিভাগে পরিণত করা হবে, যার একটি অপারেটিং বোর্ড থাকবে। অপারেটিং বোর্ড ফাউন্ড্রি পরিচালনা করবে। ইন্টেল এই বছর শুরুতেই তাদের ডিজাইন ব্যবসা থেকে ফাউন্ড্রি ইউনিটের আয় থেকে পৃথক করেছে। 

কোম্পানিটির মূল প্রযুক্তির সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) এর প্রতি গুরুত্ব দেবে ইন্টেল। সেই সঙ্গে কয়েকটি বিভাগ, যেমন অটোমোটিভ এবং ‘এজ’ ব্যবসাগুলোর পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে কোম্পানিটি। 

গত সোমবার ইন্টেল ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের চিপস এবং সায়েন্স অ্যাক্ট থেকে এনক্লেভ প্রোগ্রামের অংশ হিসেবে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার পর্যন্ত সরাসরি অর্থায়ন পেয়েছে তারা। 

অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রায় ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করার নোটিশ পাঠানোর পরিকল্পনা করছে ইন্টেল। এই বিষয়ে গত আগস্টে ঘোষণা করা হয়েছিল।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও