হোম > প্রযুক্তি

কথা বলার কয়েকটি অ্যাপ

প্রযুক্তি প্রতিবেদক

কথা বলার জন্য দারুণ সব অ্যাপ তৈরি করেছেন প্রযুক্তিবিদরা।  নিজের ফোন নম্বর অথবা ফেসবুক প্রোফাইল শেয়ার না করে এইসব অ্যাপ দিয়ে কথা বলা যায়।  এক নজরে দেখে নিন কথা বলার এমনই কয়েকটি মোবাইল অ্যাপ।

১। টেলিগ্রাম

টেলিগ্রাম দিয়ে কথা বলা যায়। যোগাযোগ করা যায়। গ্রাহকদের গোপনে চ্যাট করতে সাহায্য করে টেলিগ্রাম। প্রোফাইল আইডি সেট করে ফোন নম্বর হাইড করতে পারবেন। সঙ্গে কোনো প্রোফাইল পিকচার রাখবেন না। যদিও অ্যাকাউন্ট তৈরি করতে একটি ফোন নম্বর বাধ্যতামূলক।

২। ডিসকর্ড

নিজের ব্যক্তিগত তথ্য না দিয়েই ডিসকর্ড ব্যবহার করে চ্যাট করা যায়। শুধু নিজের আইডি সিলেক্ট করে একটি প্রোফাইল তৈরি করলেই চ্যাট করা যাবে।

৩। প্রোটনমেল

কোনো ব্যক্তিকে নিজের পরিচয় গোপন রেখে ইমেল করতে চান? এজন্য ব্যবহার করুন প্রোটনমেল। এ ইমেল সার্ভিস সম্পূর্ণ এনক্রিপটেড থাকে। চাইলে আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন।

৪। গুগল মিট

হঠাৎ করে ডেটিং অ্যাপে কারও সঙ্গে আলাপের পরেই ভিডিও চ্যাট করতে চাইলে গুগল মিট ব্যবহার করতে পারেন। এজন্য একটি পৃথক অ্যাকাউন্ট তৈরি করে নিন।

৫। স্কাইপ

গুগল মিটের পরেই ভিডিও কলে যে নাম মাথায় আসে সেটা স্কাইপ। এখানেও আপনি চাইলে ভিডিও কল করতে পারবেন।

৬। ইন্সটাগ্রাম

 ইমেল ব্যবহার করে দ্বিতীয় ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। সেখানে কোনো ছবি আপলোড না করে নিজের পরিচয় গোপন রেখে চ্যাট করুন।

৭. ওয়্যার সিকিওর মেসেজিং

নিজের ফোন নম্বর শেয়ার না করেই এ অ্যাপ ব্যবহার করে চ্যাট করা যাবে।  নিজের ইমেল আইডি ব্যবহার করে লগ ইন করুন। এবার ফোন অ্যাপ ইন্সটল করে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। এবার ফোন নম্বর ছাড়াই চ্যাট শুরু করতে পারবেন।

 

 

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট